কল্পনাতেই এখনও সুখ খুঁজে পাই
বাস্তবে শুধু চাই
বসে একটু কল্পনা করার অবসর।
কিন্তু অবসর কোথা পাই?
ভীড়ের মাঝে তারে হারিয়ে ফেলেছি
জানিনা এখন কত সহস্র ক্ষন
অপেক্ষার প্রহরে আসবে...


আসবে তারা ভরা রাত
আসবে স্নিগ্ধ প্রভাত
আসবে রোদেলা দুপুর
আসবে বিকেলের সুর
আসবে সান্ধ্য চায়ের কাপ
কাটবে অচেনা অভিশাপ।


ওসব আমি কল্পনাতেই খুঁজে বেড়াই
অবসর যাহা পাই
পিছু পিছু ছুটে যাই
ধরিতে না পারি , শুন্যে মেলে দিয়ে  আঁকি
নীল পাতার ঝোপঝাড়
কল্পনার বনবাদাড় ।


কল্পনার বনেই এখনও জ্ঞান বৃক্ষ খুঁজে যাই
বসে শুধু একটু চাই কল্পনার অবসর।