সেদিন রাস্তার পাশে দেখেছি উনুন
উনুনে চাপানো ছিল ভাতের হাঁড়ি টি
পাশেই দাঁড়ানো শিশু ক্ষুধার্ত করুন
জানি বহু পরিচিত এমন দৃশ্য টি।
খোলা আকাশের নিচে চলছে জীবন
শহরের ধুলাবালি কিবা আসে যায়
ক্ষুধার ব্যাথাটা  শুধু বোঝে সেই মন
ফুটন্ত হাঁড়িটি দেখে চোখটা জুড়ায়।
কেন যেন দেখে সেই উনুন জ্বালানো
নিজের ভেতরে বোধ খোঁচা দিয়ে উঠে
খোঁচা দিয়ে বলে উঠে নিজেকেই জানো
রহমান ফেলেন নি অসহায় মাঠে।
পরকালে রহমান চাইবে জবাব
কি করেছি তাহাদের নেভাতে অভাব।