কংক্রিটের লাল ইট ভিজে যাচ্ছে ধীরে
ভিজে যাচ্ছে পুরাতন শহরের রাস্তা,
একত্রে দাঁড়িয়ে থাকা মানুষের মন
ভিজে যাচ্ছে। তবু তৃষ্ণা ডাকে বারে বারে,
বৃষ্টি কে শোনাবে সেই তিক্ত আহ্বান,
লেখা হবে শহরের প্রাপ্তির পাতায়
আমার জীবন দেখে , যে ঋনের বোঝা
আমি ভিজে ভিজে হচ্ছি  শুধু ই তৃষ্ণার্ত।