হে আঁধার তুমি বিদায় গ্রহন কর
ভেসে না থেকে, বৃষ্টি হয়ে ঝরো।
যতই তীব্র হোক সূর্য কিরণ
তবু হন্তারক আলো, ভরাক জীবন।
নিরবে নিভৃতে ঢাকিয়াছ কত জ্বালা
মুছিয়া দিয়েছ স্মৃতিময় কারবালা,
বহুদিন পর ঘুম ভাঙিয়াছে মোর
দেখিতে চাই পৃথিবী পোড়ানো ভোর,
যতই তীব্র হোক আলোর কিরণ
তবু হন্তারক আলো ভরাক জীবন।