আমার বাংলার প্রতি মায়া মমতায়
সন্দেহ সংশয় নেই, আছে সততায়,
আমার রক্তের সাথে মেশা ভালোবাসা
আমার মুখের শব্দে প্রিয় মাতৃভাষা।
ভাষাটা আমার আজো পরাধীন সম
বোঝাতে পারেনা  তার মুল্য কততম,
লোকে বলে নেই তার গবেষক মন
ভাষাটা বলছে তারা, যারা সাধারণ।
পুঁজিপতি সমাজের  ইংরেজি ভুমিকা
উনাদের রাজধানী , দূর আমেরিকা,
তাহাদের সিলেবাস, তাই ক্যামব্রীজ
বৃক্ষ হতে পারে নাই, বাঙলার বীজ।
এদেশের আদালত, কলোনীর দাশ
এদেশের শিক্ষা গড়ে, গড়ে সর্বনাশ
বাংলা বলা সাধারণ, প্রতিবাদ ভুলে
নিরব হয়েই থাকে, অসম কৌশলে।
তবুও বাংলার প্রতি ভীষণ আশায়
পরের প্রজন্ম যেন, বাংলার ভাষায়
শিখুক লিখুক কথা, মনটাযে চায়
অতি সাধারণ হয়ে , বাংলার ছায়ায়।