অবেলাতে গর্জে আকাশ
দমকা হাওয়ায় উঠছে বাতাস।
নিকষ কালো মেঘ জমেছে
বৃষ্টি ফোটা পড়ছে খসে।


নাইরে আজি নাইরে সময়
ঝড় বাদলে ভীষণ ভয়।
রাখাল বালক যায় ছুটে যায়
তাড়ায় গরু মাথাল মাথায়।


ভয়াল রূপে আসছে তেড়ে
ঘরের চালা যাচ্ছে উড়ে।
জানলা দুয়ার খাচ্ছে বাড়ি
ধুলা বালি আসছে ফাড়ি।
পাক খেয়ে সব করছে লোপাট
আটকে দে আজ ঘরের কপাট।


শস্যখেতে মলন-মেড়ে
ঝড় ঝাঞ্জা যাচ্ছে দৌড়ে।
ভুট্টা খেতে কলার ভু'য়ে
সব কিছুতো গেলো শুয়ে।
রাক্ষুসি সব নিচ্ছে গিলে
পলক মেলার ক্ষণকালে।


আমের মুকুল জামের মুকুল
পড়ছে ঝরে শিউলি বকুল।
লাউয়ের ডগায় কুমড়ো লতায়
পাক খেয়ে যায় বুনো হাওয়ায়।


পালা পালা দৌড়ে পালা
রেগে আছেন উপরওয়ালা।
শন শন শন বইতে বাতাস
পাখাপাখালি হচ্ছে নিরাশ
কুকুর বিড়াল দৌড়ে পালায়
মাথা গোজার খুজতে ঠায়।
মড়মড়িয়ে ভাংছে ডাল
পথ ভুলেছে বকের পাল।
এদিক সেদিক দিগবিদিক
পথ ভোলাতে পড়লো হিড়িক।