ভোর বিহানে খোকা উঠবে
পুকুর ঘাটে গোসল করবে
নতুন জামা জলদি পরবে
সুগন্ধি সব গায়ে লাগাবে


সন্দেশ পিটা একটু খাবে
হেটে হেটে ঈদগাহ যাবে
সবার সাথে নামাজ পড়বে
নামাজ শেষে খেলনা কিনবে।


কেনাকাটা শেষে বাড়ী ফিরবে
সবাইকে নিয়ে সব দেখাবে
একটু পরেই জামা খুলবে
ঈদটাকে সে ভুলেই যাবে।।