পথ শিশুর ঈদ
এমরান হোসেন


ঈদ এলে পথশিশুরা ঘুরেফিরে
অলিতে গলিতে উলঙ্গ শরীরে
কেউবা ছেড়া জামা গায়ে
প্রখর রৌদ্রে খালিপায়ে।


সব শিশুরা নতুন জামায়
যখন এদিক সেদিক ঘোরায়
পথ শিশুরা শুধুই থাকায়
চোখের জলে মন হাসায়।


সাধ্য নেই নতুন জামা কেনার
এও নেই ছেড়াটা ধুয়ে দেবার
তবুও তারা ছেড়া জামা গায়
ঈদ  আনন্দে  ভাগ  বসায়।