তমসা মাঝে যায় না দেখা অম্বর
যদি তারা জ্বলেনা, না থাকে শশধর।


গগন সুন্দর, যদি তারারা জ্বলে
উঠে যদি রাত্রে নিশাকর,
নয়ত অম্বর, কারো চোখে ভাসেনা
মনে হয় ঘনকালো চিকুর।


মিটমিট করে, যদি তারারা জ্বলে
চাদটাও যদি আলো ছড়ায়
ঝলমল করে, পুরো বসুন্ধরাটা
গগনটাও তখন হেসে বেড়ায়।