ভুল হল জীবনের এক অবিচ্ছেদ অংশ বিশেষ
জীবনের অন্তিম ক্ষনে এসেও এর কাটবেনা রেশ


ভুল করেনি কভু এমন কেউ কোথায় ছিল কবে
নাই বা যদি করিলাম ভুল তবে শিখব কি আর ভবে


ভুল থেকেই তো শিখতে হবে থমকে থেকে নয়
শিক্ষা নেব যে ভুল থেকে করিতে সবেতে জয়


ভুল করাতে লাজ-লজ্জার কিছুই তো আর নেই
এরি মাঝে শিখিব নতুন কিছু এটাই হল শ্রেয়


ভুল মানে যা মনের অজান্তেই হয়ে যায় কারো
সুধরিয়ে নিতে হবে যাতে ভুলটা না হয়ে যায় গাঢ়ো