দারিদ্র কে অবহেলা করে কেউ যেন করো নাকো ভুল
দারিদ্র হল খোদার দান যেন ফুটন্ত নিশ্পাপ একটি ফুল
দারিদ্র তাকে তোমরা কেউ কভু করো নাকো অবহেলা
খোদা চাইলে শেষ করে দিতে পারে আভিজাত্যের খেলা
দারিদ্রতা আছে বলেই দেখাতে পারো আভিজাত্যের ঠেলা
তা নাহলে কবেই তো ভেসে যেত আভিজাত্যের ভেলা
দারিদ্রতা আজো আছে বলেই কাটছে সুখে দিনের পর দিন
তা নাহলে কে শুনিত শত কষ্টেও আভিজাত্যের বীণ
দারিদ্র দের তোমরা কেহ কভু করো নাকো অত্যাচার
খোদা কিন্তু নিশ্চই একদিন করবেন সকল পাপের বিচার
দারিদ্র তাকে যদিও বা করতে না পার খানিকটা সম্মান
তবুও দারিদ্র তাকে ভুলেও যেন কভু করো না অসম্মান
দারিদ্র তার মাঝেই আছে হাজারো পাওয়ার চরম সুখের দেখা
অবহেলা নয় দাও ভালবাসা হয়তো হয়ে যাবে অনেক কিছু শেখা
দারিদ্র তার মাঝেই জন্ম আমার তাই তো গবর্ বোধ করি
এরই মাঝেই জীবন আমার যেন দারিদ্র থেকেই আমি মরি