রাতের আধারের শেষে ডাকছে ভোরের পাখি
তাই তো বলি বন্ধু এবার খোল তোমার আখি
আধার কালো মেঘ গুচিয়ে সূর্যী মামা দিচ্ছে দেখা
তাকিয়ে দেখ ভোরের আলোয় অনেক স্বপ্ন লিখা
প্রকৃতির চার পাশে চেয়ে দেখ হয়ে গেছে আলো
বিছানা ছেড়ে উঠে পর এবার দিনটা কাটুট ভালো
রাত্রি বেলা ঘুমের ঘোরের স্বপ্ন দেখার প্রহর শেষে
পরী গুলোও ভোরের আলোয় ফিরছে স্বীয় দেশে
তাই তো বলি ঘুমিও না আর সূর্য দিচ্ছে হাতছানি
বলছি এবার উঠে পর নয়তো ঢেলে দিব পানি