একদা ট্রেনে চড়ে যাচ্ছিলাম বাড়ী
এক কোনে বসে ছিল অচেনা নারী
কালো ঘন চুলে বেধেছিলাম ফীতা
দেখেই ভেবেছিলাম স্বপ্নে কন্যার মিতা
অপূর্ব ঠোটেতে দিয়েছিল লিপষ্টিক
যাহা দেখিলেই মন বলে ফ্যান্টাস্টিক
ইশারায় ডেকেছিল তাহার রূপের মায়া
আমিও তখন থেকেই হয়েছিলাম ছায়া
ছায়া হয়েও হয় নি বলা মা যে ছিল সাথে
রেখেছিল তাহারে আকড়িয়ে ধরে হাতে
দেখিতে দেখিতে  পথের হয়েছিল যে শেষ
তবুও যে আজও দেখার কাটছেনা রেশ
ক্ষনিকের মায়াতে লেগেছিল ভাল তাহারে
সেই মায়াতে আজও বেধে রেখেছে আমারে
জানা নেই যে আর কখনো পাব কিনা দেখা
তাহার অপেক্ষায় আজও রয়ে গেছি একা