যাচ্ছি চলে তোমার থেকে
আমার আমিকে নিয়ে,
পেরিয়ে গেছি শতাব্দীটা,
দিনের শেষে দেখো ফিরে।
শেষের খেয়া পাড়ি দিয়ে ফিরবো আমি আবার,
জন্ম নেব নতুন করে
তোমার কাছে যাওয়ার।


সেদিন,
মুখের আদল বদলে গেলেও,
তুমি চিনবে গলার স্বর ।
দুঃখগুলো বলবো তোমায়,
দুচোখে ঝরবে জল।


হারিয়ে যেতে চাইনি আমি ,
তবুও হারিয়ে গেছি আজ ।
নিজের ঘরেই পর হয়েছি ,
আমার দুঃখগুলো নয় ,আমারই থাক।
ব্যর্থ প্রেমিক এখন আমি কষ্ট ভরা জীবন,
স্মৃতিটুকু বয়ে বেড়ায় ,
সেখনো আছো তো কিছুক্ষন।


একরাশ ভালোবাসা চেয়ে শুধু শূন্যতা পেয়েছি ,
আমার থেকে তোমাকে হারিয়ে যেতে দেখেছি ।
পথের শেষে ছিলাম বসে তোমার ফেরার আশায়,
চেনা পথটা অচেনা এখন তোমার না আসায়।


ফিরে আসবো যেদিন নতুন করে ,
সন্ধ্যা নামার আগে ,
জড়িয়ে ধরে কাঁদবো তোমায় ,
বলবো,
আমায় কি আজও মনে আছে?