ফেলে রেখে গেছি সব, চেনা স্মৃতিগুলো,
জীবনের গল্পটা আজ বড্ড এলোমেলো।
ফাঁকা রাস্তার মোড়ে পড়ে আছে দেখো ,
জীবনের যত আব্দার।
হারিয়ে গেছে জীবনের স্বপ্নটা ,
আজ জীবনটা দরকার।


সম্পর্কের বাঁধন ছিঁড়েছে,
ভেঙেছে মনের ঘর ,
চোখের জলের দাম দিয়েছি ,
হারিয়েছি যা ছিল আমার।
ফিরে পাওয়ার আশা রাখিনি,
হারিয়ে যেতে দিয়েছি,
অন্ধকারে নিজের ছায়া কে ও
পর হতে দেখেছি ,
কি লাভ কষ্ট পেয়ে সমাজটাই এমন ,
বিপদে পড়লে কেউ থাকেনা,হয় বন্ধুত্ব শীতল।


দুচোখ ভরা স্বপ্ন আমার ,আছে ভবিষ্যতের প্ল্যানিং ,
সব জানো মিথ্যে মনে হয় ,জীবনটা আজ মূল্যহীন।
আপন কেউ ,আপন না, সব দুদিনের মোহ,
সত্য একদিন প্রকট হবে ,বিপদে পড়ে দেখো।
সমস্যার মায়াজালে জড়িয়ে গেছি আমি,
সমাধানের আলো একদিন ফুটে উঠবে জানি ,
হারিয়ে ফেলবো সেদিন আমি অনেক মানুষ কে,
কালো মেঘ সরে যাবে নতুন আলোতে।