প্রিয়তমা জানিনা কি ভুল ছিল মোর,
তবু তুমি করোনি ক্ষমা।
ভুল বুঝে গেছো তুমি আজ বহুদূরে ,
তোমারি অপেক্ষায় রই সেই পথ ধরে।


জানি তুমি ফিরবেনা,বুঝবে না কোনদিন,
এই মনে থেকে যাবে ,জীবনের শেষ দিন।
জানি আবার দেখা হবে ,কথা হবে অল্প,
দুটি চোখে বলে যাবে ভাঙ্গা মনের গল্প।


ইচ্ছা করে থাকতে তোর কাছে আরেকটি বার,
জড়িয়ে ধরে কাঁদতে চাই মন খুলে আবার।
চলনা হারিয়ে যাই, অজানা কোন রাস্তায় ,
ফিরে যেতে চাই আমাদের হারানো সেই দিনটাই।


এইভাবে গল্পটা শেষ হতে পারে না ,
আরো কিছু বাকি আছে এই মনের ধারণা।
ভাগ্য বিধির বিধান যদি তোকে ছাড়া লেখে,
তবু তুই থেকে যাবে এই মনের সাথে।
ভালোবাসা ছিল মোর এতটাই বেশি ,
বিধাতার থেকে আমি তোকে ভালোবাসি।
প্রতি রাতে মনে পড়ে তোর সব স্মৃতি ,
কেবল বালিশ জানে ,
তোকে আমি কত ভালবাসি।


সত্যি আমি ভুলতে চাই তোর তুমি কে ,
কি করে ভুলবো তোকে ?
এই মন ,আজও আগলে আছে তোর স্মৃতি যে।


সব মনে ভালোবাসা পূর্ণতা পায়না ,
থেকে যায় নিরবেতে প্রকাশিত হয়নি।