চলো আজ একটা গল্প বলি তোমায়,
শুনবে তুমি গল্প আমার !
আমার যে আর ,
শোনার মত কেউ নাই।
হারিয়ে যাওয়া দিনের ,ফিরে পাওয়ার গল্প ,
চেনা মানুষটা অচেনা হওয়ার গল্প ,


তাহলে শুরু করি শুরুর থেকে ,
দুটি চেনা মানুষের অচেনা হওয়ার গল্প।


কলেজ জীবনে হল দেখা আমাদের মাঝে ,
আমার নামের শেষে,তার নামের শুরু আছে ,
শুরু হলো কথাবার্তা ,দেখা হলো রোজ,
একসাথে পড়তে যাওয়া যেন প্রেমের অনুভব।


দিলাম বলে তাকে আমি মনে যা কিছু আছে ,
ভালোবাসি তাকে আমি ,এই বিশ্বাস আমার আছে ,
জন্ম নিল আমাদের ভালোবাসার গল্প,
দুটি চোখে স্বপ্ন ঘেরা ,নানান রঙে মন রাঙাতে।


হাজার বছর বাঁচতে চাই তোমার সাথে আমি ,
একটা জীবন অনেক কম ,
তোমাকে হারাতে চাই না আমি ।
বিধাতাকে ভুলে গিয়ে তোমার মাঝে ভাসলাম ,
ভালোবাসা এত মধুর তোমাকে পেয়ে জানলাম।
খালি তোমায় চোখে হারায় দূরে গেলে তুমি ,
তোমার মাঝে ডুবে থাকি তুমি যে বড্ড দামি ,
দিনের শুরু রাতের শেষ আমার তোমাকে নিয়ে হতো,
তুমি হীনা এ জীবন মৃত মরুভূমির মতো।


তবু যেন ভয় ছিল এ মনে কোথাও ,
এতো ভালোবাসা পেয়ে ও তোমাকে হারানোর ভয়।
বারবার বলেছিলে ,যদি চলে যাও তুমি ,
তোমাকে বুঝিয়ে যেন ফিরিয়ে আমি আনি।
খুব তুমি কেঁদেছিলে জড়িয়ে ধরে আমায়,
হারাতে চাও না তুমি আমাকে আবার।


বিধাতার লিখন এ শেষ পাতায় ছিলাম ,
জানতাম না তখন তবু ,
আর কিছু সময় আছো,
ভাগ্যে আমার।


চারটি বছর ছিলাম পাশে ,হেঁটেছিলাম পথ ।
মরুভূমির মরীচিকায় আজ হারিয়ে গেল সব ,
মানতে অনেক কষ্ট হলো বোঝাতে নিজেকে ,
ভুলতে পারিনি আজও ,
আমি সেই তোমাকে।


জানিনা কোন দোষে ছেড়ে গেলে তুমি ,
ভাগ্যে হয়তো এটাই ছিল ,
এখন এটাই মানি,
কোন ভুলে দোষী হলাম,সাজা পেলাম আমি,
জীবন্ত কারাগারে আজ বন্দী জীবন খানি।


গেছ চলে তুমি আজ ছটি বছর হল ,
আজও বসে চেয়ে থাকি ,
তোমারি অপেক্ষায় রত।
মাঝে মাঝে ফোন করি,মেসেজে বলি সব,
মন থেকে শুরু করে সোশ্যাল ব্লক ,
আজও আমি Feel করি তুমি আশেপাশে থাকলে,
অনুভূতি আড়ালে অনুভব এর গল্পে।


এখন তুমি সুখেই আছো অন্য কারোর গল্পে,
নতুন করে জাল বুনেছো,
নিজের মত বাঁচতে।


বিশ্বাস করো,
বদলা চাইনি আমি বদল চেয়েছি বারবার,
তোমার সুখ যেন আমার জীবনের অঙ্গীকার।।
ভালো থেকো  সুখে থাকো ,এই আমি চাই,
বিল্লি তুমি হয়ে গেছো মিথাই এবার।


অপূর্ণ হয়ে আছে আমাদের গল্পটা,
শেষ হয়েও
হয়নি আজও,
তার শেষ অংশটা।