কাকে আমি করিব অপরাধী?
নিজেই যে ভালোবাসার বিরোধী।
ভালোবাসার নামে খেলিয়াছি নিপুন খেলা
তাই বুঝি আজ ভাসাইতে হয়,
চোখের জ্বলে কষ্ট নামের ভেলা।
তাইতো আজ,নিজেকেই নিজে করি অবহেলা।
কে হবে সঙ্গী কষ্টের অপরন্তু দুপুর বেলা?
একজনই আছে সঙ্গী হবার
আমি যে তাকেই হারাবার।
প্রেম যে এতো মহান হয়,আগে ভাবিনী
কিন্তু যে,তার সাথেই করিয়াছি বেঈমানী।
যে আমায় বাসিত ভালো স্পষ্ট
তাহাকেই আমি করিলাম নষ্ট।
যাহার বুকে আমার ভালোবাসা
তাহারই ভাঙ্গিলাম মনের আশা।
ভুল বুঝ না আমায়...আমায়
নিজেকেই অপরাধী মনে হয়।