বাংলাদেশ হলো ষড়্‌ঋতু দেশ
এ দেশে ছড়িয়ে আছে বিভিন্ন ফুল যে বেশ।
জাতীয় ফুল শাপলা হলে,
গোলাপ হবে সবার রানী।
সাদা ফুলের সুবাস বেশি
গোলাপ হলো আকর্ষণীয়।
শীত কালেতে ফুটলো যেন...
গোলাপ, গা ধাঁ, কালিয়া, সূর্য মুখী ও জিনিয়া।
জুঁই, বেলি, বকুল, গন্ধরাজ ও কৃষ্ণচূড়া..
আসলো নিয়ে গ্রীষ্ম দিয়া।
তাই দেখিতে বর্ষা এলো..
শাপলা, কদম, কেয়া, কলমি ও হাসনাহেনা নিয়া।