যেথায় যাবো হেথায় পাবো
পল্লী ও গান মাতৃ ও মান।
অন্যত্র চলছে যারা
আমায় ডেকে বলছে তারা।
মাতৃভাষা মায়ের আশা,
যুদ্ধ হেথায় করবো মোরা।
জানিনা হেথায় জীবন কিনা বৃথা
যেথায় যাবো হেথায় পাবো,
দেশী- ঐশী সবার দেশে কানা-কানী।
বাংলা নয় যে হীনতা ভূমি,
আমার মনে তা অবিস্মরণীয়।