আমার পুরুষ কবিতাটি আমার এক মেয়ে বন্ধুর জীবনের সত্য ঘটনার মৌখিক ভাস্য থেকে ছন্দাকারে তুলে ধরেছি।তাই বলে এই নয় যে আমি পুরুষের বিরোধিতা করছি।কবি ভাইয়েরা কবিতা মানে যদি মনের ভাব প্রকাশ হয়ে থাকে সেটা যার হোক..তা হলে বিরোধিতা কেন করবো?।এই কবিতা লেখার পরে আমাকে অনেক জনে অনেক কথা বলেছে,প্রিয় কবি ভায়েরা আমি আপনাদের মতামত চাই।তাহলে উপকৃত থাকবো।