কেমনে পাই বলো তোমার রুপের দর্শন
মিঠায় কেমনে পিপাসা জ্বলছে নয়ন।


কাঁদে মন বসে একা
কেমনে বলো পাই সখি তোমার দেখা।


অশ্রু ঝরে বক্ষদেশ সিন্ধে ভাসাই বসে একলা
ভাসাও সখি সেই সিন্ধে রুপের ভ্যালা।


দেখ এসে আমার শ্রাবন দুই চোখ
তোমার নাম জবানে জবানে গাইছে গীত মুখ।


পাইতাম যদি তোমায় সখি
বুঝিতাম কি যে পরকালের জান্নাত সুখি।


কেমনে বলো তোমার দেখা পাই
আমি চাতক–জলহীন-অগ্নিহীনা পিপাসীত ছাই।


রচনাকালঃ ১১/০৮/২০১৯ইং
নিজ বাড়ি