কেমনে পার হবো এই প্রেমের বিশাল নদী
নেমেছি মন নামের নিয়ে এক ভাঙ্গা তরী।


তার মাঝে উঠে তরল ভালোবাসা বারে বারে
জনম গেল ফেলতে দূরে-গেল সেঁচতে সেঁচতে।


ভাসিয়েছি তরী পার হতে-যাবো ঐ কর জগৎ
চলতে চলতে হঠাৎ জ্বলে হৃদয়ে বারদ।


নদীর মাঝে দেখি বিরহের বান উতলিয়ে উঠে
জানি না কি যেন আছে গো-মোর এই ললাটে।


প্রার্থনা করি অন্তর ছিড়ে  
           তুলে দুই হাত তোমার ধারে।


পার করো দয়াল পার করো আমায় তুমি
মরেছি ভবে এসে হয়েছি প্রেমের পিপাসী।


রচনাকালঃ ১১/০৮/২০১৯ইং
নিজ বাড়ি