আমার নিরব মনে আসলে তুমি নিয়ে অতি ভালবাসা
নমো নমো-নমো নমো-ফুরালে মনের স্বপন-আশা।
বহু উত্তেজনা এখন নিরবের মন দেখতে চাই তোমায়
কাঁদছে আল্লাদের কান্না মন-নাচছে আসতে ঘুঙ্গুর পায়।


আমার ফুল বাগানের ফুল দিয়ে বানিয়েছি ফুলের মালা
পড়িয়ে দিবো ওরে পাগলী-ভালবেসে আদরে তুম গলা।
নিও করুনা করে সেই মালা মাথা একটু করে নত প্রিয়া
ধন্য ধন্য-ধন্য ধন্য জীবন আমার খুশি হতো তুচ্চ হিয়া।


গন্ধ ভরা ফুল তোমার গলায় দিয়ে মিঠাবো মনের তৃষ্ণা
নিও তুমি গন্ধ তাহার ভালবেসে-কষ্ট তবে নাহি যেত বৃথা।
হায় নাও সেই ফুল!-তবে ভালবেসে আমি প্রেম-প্রতিমা
ভালবেসে ডাকবো ওরে তোমায়- ওরে ওরে মোর প্রিয়তমা।


রচনাকালঃ ২১/১২/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................