আমি ভুল করেছি-ভুল
সই পেতে তোমার সনে দিয়েছিলাম অন্তর ছিড়ে স্নিগ্ধ ফুল।
নীলিমার মতো হৃদয় সাজাও এখন বার বার ওরে তরুণী
এ কি সাজালে অভ? বিরহ সাজানো দেখে দেখ কাঁদে ধরণী।


তোমার পানে চাহি রই
কাঁদে হৃদয়-মন-প্রাণ নয়ন ঝরায় জল ওরে সই।
আকাশ এনেছে কুয়াশা নয়ন নাওয়ে মাঝি সেঁচে জল
কোন সাগরে নামলাম ওরে নীর শেষ না হয় ডাঙা তল।


মাঝির হাতে সেঁউতি
নীর ভরে ফেলে তুলে বার বার শেষ হবে নীর-নেই তার গতি।
নয়ন কোণে কোণে পানির নদী নামিল বান ক্ষোর স্রোতে
সই অপেক্ষায় বসে কাঁদি এখনো শুধু তোমার আশায়-বুকে পেতে।


গাহি গান লিখি কবিতা
অন্তর আকাশে তুমিই দিন-ওঠে সূর্য্য তুমি দাও যদি হাসি-তুমি সবিতা।
হাসি ফুটলে আলো ঝরে নত হয় আঁধার বিভাবরী-দিবা
আমি কাঁদি কষ্টের যন্ত্রনা সই-আমি যে আহত একটি রক্ত জবা।


সই কাঁদি বিরহে তোমার
নামিল বান রক্তের নদী হৃদয় কষ্টে বহিল কঠিন শীলা আমার
তাই কাঁদি তোমার ভালবাসার আশায় খুঁজে হৃদয় সর্বক্ষণ কই
ভালবাসি এখনো তোমায়-কাছে এসে ঢালো শান্তনার জল ওরে সই।


রচনাকালঃ ০৫/১২/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................