আমি খুঁজি কোন এক প্রকৃত সতী নারীকে
বলিলাম সবাইকে এই কবিতায় লিখে।
এখন থেকেই খুঁজি আমি আমার সঙ্গিনী
বন-জঙ্গল, নদী-নালা এবং গুহাতেও খুঁজেছি অবণী।
চোখের সামনে বহু নারী দেখেছি বহু অবলা
কেহ সতী নহে-নহে তাদের যৌবন বাঁধা।
বুকের উপর চাহিলে দু-স্তন তাদের রহিল ঝুলে
মনে হয় বিবাহিত-কোন বদমাস করিল সর্বনাশ তারে।


ভবে আমার মতো অপেক্ষায় আরো শত পদ্ম ফুল
আছে সেই আশায় বসে-তুমি করলে অবলা
যেই ভুল।
চেয়ে দেখো অবলা বাইবেল কুরআন গীতা খোলে
জীনা কারীর কি শাস্তি রহিতেই ভুবনে।
ভুল নয় এ যৌবন স্রোতে ভেসে যাওয়া কিছু ত্রুটি
তখন হয়তো ছিলনা তোমার-কুমারীত্বের দিকে দৃষ্টি।
তাই আমি বসে ভাবি করবো কাকে জীবন সঙ্গিনী
পাই না কাউকে মনের মতো-পাই না কোন সতী রমণী।


রচনাকালঃ ৩০/১১/২০১৮ইং
ময়মনসিংহ-বাটিকাশর বড়বাড়ি


.....................( যে কষ্টে-বুক ফাটে কাব্যগ্রন্থ থেকে ).....................