নাহার তোর জন্য এই মন চাই
সব ছাড়ি যায় রেখে সব।
বাঁধা আর মানতে চাই না পাগল হারা মন
তোর লাগি ছাড়ি মন চাই ভুবন।
গরিব এনামুল কাঁদে হয় নিরুপায়
তবু বাঁধতে ঘর এই মন চায়।
অরণ্য এক জঙ্গল মাঝে বাঁশ পাতার চড়
তোরে নিয়ে বাঁধতে মন কয়----
আপন হাতে ছোট একখান ঘর।
নাহার তোর জন্যই মোর তনু-হৃদ সব
তোর জন্যই হবে এই এনামুলের দেহ-শব।
-
---------------------১৯-০৫-২০১৮ ইং