রাস্তার ধারে পড়ে আছি আমি,
পরনে আমার ছেড়া জামা-
আর দূরে রাস্তায় লুটাচ্ছে একটা ছেড়া কাঁথা।
বয়স আমার ৫ পেরোয়নি,
পেন, খাতা, বিদ্যে, বুদ্ধি পাইনি এখনো,
মায়ের দুধের স্বাদও গেছি ভুলে-
এখন আমি BMW, Audi, Ferrari-র ধোয়া গিলি,
আর মায়ের কোলে বসে Free তে বাসে ট্রামে চড়ি।
মা যে বেচতে পারে ভালো
লজেন্স নয়, বাদাম নয়, শাড়ী নয়-
কথা, চোখ, হাতের তালু, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ।
বাপটা তো কবে চূলোয় গেছে,
অন্য কাউকে মা করতে,
অন্য কাউকে লেনাদেনা শেখাতে।
তোরা Mall এ বসে Free WiFi তে,
Mobile এ Facebook এ Instagram এ Update দিস-
"আমার আজ মন ভালো নেই",
“সমাজ টা Corrupted হয়ে গেছে”,
‘Save water’, ‘Save dogs’, ‘Save tigers’ ‘Stop global warming’
আর ছবি দিস আমার আর আমার মায়ের,
আমাদের মত আরো অনেকের্-
সাদা-কালো তে, রঙ যে টেকে না আমাদের গায়ে,
লাল হোক বা সবুজ্, কমলা হলদে বা বেগুণী।
তোরা ভাবছিস আমি কেমনে এত জানি!
হে পোড়া কপাল, এখনো চিনলি না আমায়?
আমি যে তোদের ঠাকুর, ভগবান রে।
পরের বার পাস যদি খুজে,
আমায় বা আমার মা কে,
Victoria-র সামনে কিংবা হাজরা মোড়ে,
পূজো দিস কিন্তু ভাল করে।