আবহমান কালের কালো গরাদ-
স্বপ্ন আর বাস্তবের মাঝের ব্যবধান,
একশ বন্দুকের চোখরাঙানি
হয়ত ক্ষমতালোলুপ কিছু দালালের
পথ বদলানোর পন্থা হতে পারে।
হতে পারে কিছু পার্থিব হিসেবনিকেশ,
কিছু তুচ্ছ স্বার্থপূরণের চাবিকাঠি।
কিন্তু স্বপ্নপূরণের আশ্বাস আজও দিতে পারেনি।
খুলে দিতে পারেনি কালের সেই কালো গরাদ।
ক্ষমতার অহেতুক দম্ভ নয়, আর নয়,
চাই স্বপ্নপূরণের অঙ্গীকার, চাই সাহস,
সময়ের চোখে চোখ রেখে এগিয়ে চলার।।