আমারে তরীতে যদি এতখানি ঠাঁই নাহি
ছিলো তব তরণীতে
কেন বা সৃজিলে মোরে এতটা যতন ও করে
প্রভু এই নিষ্ঠুর ধরনীতে ।।


তোমারি সকাশে মম যাচনা পাহাড় সম
কত আর্জি তোমারো দরবারে
যাতনার বহ্নি শিখা মম মর্মে আছে লেখা
প্রার্থনা তাহা মুছিবারে ।।


সুখ যদি নাহি দাও- দাও যাহা তুমি চাও
শক্তি দিও তাহা সহিবারে
আপন আরশ তলে ঠাঁই দিও দয়া হলে
তরিয়া লইও প্রভু অনন্ত আখেরে ।।


© অনন্য অর্ণব
উত্তরা, ঢাকা
২রা কার্তিক ১৪২৬ বঙ্গাব্দ