সৎকারের পর আহত আর পোড়া জখম মাংসের শরীর
ফেরত আসে প্রাক্তন উঠোনের গালিচায়
শ্যামল পাড়াগাঁর মেঠো বালিশে অশত্থ, বট বৃক্ষের পাতায়
মৃতের হাড়-হুড্ডি শুকিয়ে নেয় বেলোয়ারি রোদ্দুরে
এক বিকেল মৌনতা কাটা-পায়ের নূপুর ঝরে ঝরে পরে
সুদূরের জাহাজের ক্যাবিনে ।
পৃথিবীকে ভালোবেসে একদিন শত জনমের তারুণ্য প্রখর সাজঘর
সাজিয়ে ছিলাম আয়ুর উপমহাদেশ আর সমুদ্রের সংসারে ।


গণতন্ত্র ধ্বংসের পর জালিমের পাণ্ডুলিপি রক্ত রঙে ঝিকিমিকি
বন্দুকের মুখে প্রতিশ্রুতির আরশি খান খান
জনগণ-জনগণ খেলা জমে উঠে সার্কাসের উঠের চোখে ।
সব আয়োজন বিলুপ্ত হয়ে একদিন মানুষের বুকে বধ্যভূমি
জ্বলজ্বল কোরে ওঠে বিপুল জনস্রোতে
মিছিলে মিছিলে ধ্বনি প্রতিধ্বনিত হয় সংগ্রামের স্লোগান
ভালোবাসা শুধু ভালোবাসার জন্য
মানুষে মানুষের বিপ্লবের সহস্র আকাশ-সমুদ্র
তুখোড় শক্তির ঐক্যে আমরণ পোষে রাখি বাঁধ ভাঙা আওয়াজ ।