ফুস্কির মুখোশে সমুদ্রের পরিস্থিতি রূপালী রাত্রির কুয়াশায়
চির অম্লান দেয়াল ডিঙানো পাড়াগাঁর রৌদ্র
বহির্বিশ্বের উড়োগাড়ি আন্তর্জালের ঘরে টাঙিয়ে রাখে ফুস্কি
মুঠোবন্দি রাইফেলের ট্রিগারে ধর্ষিত কিশোরীর কলঙ্কিত অশ্রু ৷
টাস্কি লেগে অদ্ভুত কিংকর্তব্যবিমূঢ় মাঠের মিছিলে
এইসব ফেরা বেকার-কোম্পানীর গহিনে ডুবছে ৷
অসুস্থ বিবেক পুরনো দিনের সাদাকালো পর্দায় জমে আছে
সূর্যদিনের ঘ্রাণ বিরহ-ব্যথার ক্যাম্পে ৷
ক্রন্দনের মিছিলে চলেছে এ দেশ শোক-শোক আয়ুর অস্বাধীনতায়
স্বাধীনতা পাবো না কি আমাদের এই নিষিদ্ধ চিলেকোঠায় ?
অস্বাধীনতা মানে পরাধীনতা তো নয়
নয় ঋণের চাকায় রক্তের জায়নামাজে ভোরের সিজদাহ্ ৷