পরিযায়ী মৃত্যুর মিছিল কালো রাত্রির নাগিনে
বিক্ষোভীয় বন্ধুদের জার্নালে তোলপাড় মুকুটের মুখ
বাড়ির আঙিনায় ঘুম ঘুম চাঁদ
ঝর্ণায় ভেসে যাওয়া দুনিয়া বিপরীত খেলায়
ভাঙলো কুয়াশা আর ঘাসদের মিলনমেলা রৌদ্রের বারুদে
তখন আমার ভোর
স্বপ্ন স্বপ্ন তুমি নিষিদ্ধ চোখের ছাপাখানায়
অমার্জিত আলোয় জলের পাহাড় শোনায় মিতাভাষণ
আমার যুগ-যুগান্তর নেকড়ে দণ্ডিতের শৃঙ্খলিত চোখে ।
জেনেছি মৃত্যু সত্য
তারচেয়ে ধ্রুব সত্য বেঁচে থাকা
জীবন মানেই স্বপ্নের পাণ্ডুলিপি
জীবন মানেই স্বপ্ন ছোঁয়ার সংগ্রামের আয়োজন ।
ঘুরে দাঁড়িয়ে আপন জার্নালে উত্তরাধুনিক কালের পুরাণ
বিচূর্ণিত কাচের সূর্যের জ্বলন্ত যৌবন
জীবন কোরাজে তাই রাখলাম আপন সত্তার মাস্তুল
জানি মৃত্যু সত্য, ধ্রুব সত্য বেঁচে থাকা ।
জীবন তারুণ্যে সাজাই
জীবনের আলোয় আলোকিত রাজপথের সাজঘর ।