উর্ধ্বমুখী বৃক্ষের দুপুর; আয়নার দরজায় নিশুতি উদ্যান
চাঁদের অশ্রু রাত্রি পোহায় অলৌকিক অন্ধকারে
আঙুলে লেগেছে নদী
তবুও বোধের বাইরে বনছায়ার উঠোনে পাখিচোখে নারী ।
কুয়াশা শিকারি আলোয় হরিণের একজোড়া চোখ
জানলার পালকে শূন্যের ভাষাচিহ্ন
মৌসুমী লড়াই প্রেক্ষাপটের তহবিল ডিঙিয়ে
স্বার্থের দ্বন্দ্বে ঘরোয়া রাজনীতির সংসারে
ভালোবাসা তোমায় দিলাম নীরবতা ভাঙার রৌদ্রগানের বোর্ড
এইসব ঠুনকো নিয়ম পায়ে পিষিয়ে
আর কিছু হোক বা না হোক
হবে মহাজনতার স্লোগান মুখরিত প্রাণের বিপ্লব ৷