ধুলার গাড়ি শিশিরের পিচ ঢালা রাস্তায়
ভেজা চোখের রোদ্দুর খোয়াদের ক্যাম্পে টলমল সমুদ্রের কবর
জিয়ারতে ফিরে ভাবলেশহীন চোখেমুখে দুপুরবেলার সন্ধ্যায় ।
ভিন্ন চোখের হরিণীরা কারাগার পুড়িয়ে মুখোশের অস্ত্রে
তুলে রাখে বৃষ্টির তাঁবু বালুর মাঠের পাগলী
ভালোবাসা  একদিন উপহার দেয় সংসারের ভবিষ্যৎ
উড়ুক্কু গাছতলায় জটলা বাঁধায় উড়ন্ত সব সমুদ্র-শহর ।
প্রেমিক মরে যায় বৃক্ষ হয়ে দাঁড়ায় ভালোবাসার হৃদয়ে
প্রেমিক খুনি হতে পারে না-
প্রেমের ছোঁয়ায় বিষের নদী হয়ে ওঠে ষোড়শী অমৃতের সমুদ্র.....