'সেই ' গল্পটি ফেরৎ দিলেন সম্পাদক ,
মেয়েটির পড়ার টেবিলে মাকড়শার ঘর
রজনীগন্ধা শুকিয়ে পড়ে আছে মৃত হরপ্পা,
মেয়েটি এখন গাঙ্গুরের জলে ।
না না ; 'এই ' গল্পে লখিন্দর দিব্যি বেঁচে,
বিশ্বকর্মা ফাঁকি দেন নি মোটেও !
তবুও ছই এ পড়ে সাপে কাটা দেহ ;
মেয়েটি নিজেকে রেখে বাইরে আসে !
কপালে চন্দনের টিপ ; হাতে চকচক বেলোয়ারী!
সেই কবে পান্ডুলিপি উলটে সম্পাদক বলেছিল,
"দুটি মেয়ের আবার গল্প হয় নাকি !"
তাই বলে মেয়েটি কিন্তু 'এই ' গপ্পো টি লেখে নি ..
কে যেন লিখে ওকে দিয়ে বলেছিল ;
"রাজকুমার ছাড়া কিসের গপ্পো !"
এই গল্প টা তরতরিয়ে ছাপা হয়
সম্পাদকের কাছে দারুন খাতির ।
মেয়েটি এখনও গাঙ্গুরের জলে !
রজনীগন্ধা শুকিয়ে পড়ে আছে মৃত হরপ্পা
আর কত প্লাবন হলে নূহ নৌকা পাঠায় ??