মুজিব ছিলো,মুজিব আছে,মুজিব থাকবে
মুজিব তোমায় রাখবে জাতি স্মরণে,
রক্তাক্ত হলো লালিমার লাল
মুজিব তোমার রক্তাক্ত মরনে।

পাখির গানেতে,নদীর প্রাণেতে
কবিতায় আছো ছন্দের মাঝে,
কত সুর শুনি চতুর-মুখী
তব-নাম নিয়ে নিক্কন বাঁজে।


পাখিদের গানে দোলায়িত ধানে
তুমি আছো সব শিশুদের প্রাণে


শিশুদের মনে গাঁথিয়াছো তুমি
কিশোর-মনের মোহন বাঁশিতে,
তোমার শিক্ষায় শক্তি যোগায়  
আমাদের- সব দুঃখ নাশিতে।


তুমি আছো এই সবুজ জুড়ে
তারুন্যে আছো অরণ্যে আছো,
তুমি আছো সব হৃদয়েতে
তুমি মোদের ভালোবাসা যাচো।


সবখানে দেখি তোমাকেই লেখি,
স্বপ্নেও তুমি এসে যাও এ -কী!
বাংলাদেশের অলিগলি তুমি আজ;
মুজিব মানেই শিরস্ত্রানের তাজ।


হৃদয়ে রয়েছো শ্রদ্ধার আসনে বঙ্গবন্ধু তুমি,
আজ- এইদিনে শত শ্রদ্ধায় তোমারই নামটি চুমি।