ঈদ এসেছে খুশির বেশে
আকাশের ঐ চাঁদ মুচকি হাসে,
আমি মাগো একলা বসে
আনমনে আজ মনটি কষে।


তোমায় ছেড়ে কাটানো মা এই প্রথম ঈদ
কষ্টে আমার বুক যে ফাটে,চোখে নাই মা নিধ।


তোমায় ছেড়ে বাবা ওগো আজ
অনেক দূরে আমি আছি,
তোমার হাসির লাগি বাবা
শত কষ্টেও আমি হাসি।


ঈদের আগে ধরতাম বাবা
নতুন জামার বায়না,
আজকে ছেলে অনেক দূরে
তাইতো কিছুই চায় না।


এই ঈদে চাই যে বাবা আমি
তোমার মুখটি দেখতে একবার,
মা তোমায় দেখার লাগি
আমার মনটা কাঁদে বারবার।


হয়তো মাগো ডাক আমায়
বাবা তুমিও খুঁজো,
আমি যে কেমন আছি
তোমরাও তা বুঝো।