এক পড়ন্ত বিকেলে মধ্য সাগরে দাঁড়িয়ে
সাগরকে বললাম, " আমি যেতে চাই হারিয়ে। "
নাহ, সাগর নিল না, নিল না আমায় দুহাত বাড়িয়ে।
 
অতঃপর সন্ধ্যায় নদীকে বললাম,
" আমায় মেরে ফেল ডুবিয়ে। "
নাহ, নদীও ছেড়ে দিল কিছুক্ষণ চুবিয়ে।
 
অতঃপর রাতে দাঁড়িয়ে ছাদে
আঁধারকে বললাম, " দাও আমায় ফেলে। "
নাহ, আধাঁরও দিল না, দিল না আমায় আরো গভীরে ঠেলে।
 
অতঃপর সকালে শিশির এসে বলে,
" এভাবে হাত পেতে কি জীবন চলে?
কি লাভ এমন বেঁচে যেমন বাঁচে ভিক্ষার থলে?"
 
অতঃপর লাশের ভিড়ে এক শান্ত দুপুরে,
বেজে ওঠে মায়া কান্নার সুর কোন এক কিশোরীর নূপুরে।
অতঃপর শকুনেরা দেখে, এবার বার মাসই পৌষ মাস রবে।
শকুনের সুখ শেষ হতে কে দেখেছে কবে?
 
অতঃপর লাশের মিছিলে মাথা উঁচিয়ে শকুন হাসে,
কেবল তখনি শকুনি শকুনরে ভালবাসে।