করো না প্রকাশ মনের গোপন;


হোক সে তোমার যতই আপন ।


তোমার অসহায়ত্বে আঘাত দিবে;


সুযোগ পেলেই মজা নিবে ।


মনের গোপন থাকলে মনে,


কষ্ট কিছু হয় ।


তবু সে যন্ত্রণা


উপহাসের মত তীব্র নয় ।


মনের কথা মনেই থাক;


আলগা পিরিতি নিপাত যাক ।