তুমি আর আমি"
বিগত কয়েকদিনের ঘটনায় ঘটলো অনেক কিছু
তাই "তোমার-আমার" ব্যাপারে আছে কিছু বলার
ধোঁয়াশায় ওপারের বাস্তব যেন ঝাপসা ক্যানভাস
ভেজা আয়নাটা এবার করতে হবে পরিষ্কার...


তৎকালীন ইংরেজরা লুঠেছিলো অনেক
১৯৪৭ এর পর অনেক কিছু পাল্টেছে!
সেই সময় মাতৃভূমীর পর যারা দিয়েছিলেন প্রাণ...
তা আমাদের স্মৃতি থেকে হয়তো যাচ্ছে মুছে!


এখন 'আমরা' স্বার্থের জন্য করতে পারি সব
মুখে থাকে এক কথা আর ভেতরে চলে অন্য খেলা..
যেনতেন প্রকারণে থাকি যেন খুবভালো!!!
তাই যে বলে সত্যি কথা তাকে করি একলা।


এখানে কয়েকটি ঘটনায় জললো আগুন.  .  পুড়লাম 'আমরা সবাই'...
চারিদিক  ডুুবল ধোঁআশার কালো  মেঘে
একবারও ভেবেছেন কি আপনারা বাস্তবে....
পরবর্তী  প্রজন্মের জন্য কোন বার্তা যাচ্ছেন রেখে!!!???


স্বাধীনতায় তাঁদের ত্যাগ হলো কি তবে ব্যর্থ?
অন্যায়ের বিরুদ্ধে সেসময় এক ছিলেন যারা...
সেদিন যাঁদের  রক্তে মাতৃভূমি হয়েছিলো রাঙা
আজ কিকরে আলাদা হলাম 'তোমরা' আর 'আমরা'!


অনেকে বেশি বুদ্ধি খাটিয়ে ফেলেছেন এটা নিয়ে
তাই  সমাজটাই যেন পড়তে চলেছে বিপাকে
অনেকে ভাবছেন আগুন জ্বালিয়ে দেখবেন নাটক...
তারা এটাও যেন ভাবেন "ঘুটে পোড়ে আর গোবর হাসে"...


এখনো কোনো বাঁচাতে প্রান আমরা দেই রক্ত
দাতা তখন দেখেন না গ্রহীতার পরিচয়...  
শুধু চাই আমার রক্তে বাঁচে যেন কারো প্রাণ
মানুষ  আমরা  এটাই যে বড় পরিচয়... ।


অতিবুদ্ধিমান মানুষ দেখেছেন কি ভেবে...
প্রত্যেকের বাঁচার জন্য সবার যোগদান আছে সমানভাবে...
চেনাঅচেনা মিলেমিশেই তো আমরা আছি বেঁচে
তাই বাঁচাটাই যে বেশি জরুরি একসাথে মিলেমিশে.... ।
                                                    'দ'