ন্যায়ের কথা বলে অন্যায় করেন যারা
বলুন তার বিচার করবে কে?


টেবিলের তলায় টাকা হয় পারাপার
রাজারা আনন্দে টুপির নিচে লাল মুখে আজও বসে
ওদিকে যে খিদের জন্যে খাওয়ার করলো চুরি
মারের চোটে দেহ পড়ে থাকে মাটিতে
বলুন এর বিচার করবে কে?


যাদের ভোট পেয়ে রাজার গদি চড়ে
বছর ফিরতে না ফিরতেই হলেন সব আরব পতি
সব মানুষের আজও জোটেনা রোজ অন্ন
তাকিয়ে তারা রাজার দিকে হবে বলে উন্নতি
বলুন এর বিচার করবে কে?


খাদ্যে ভেজাল জলে ভেজাল
টাকা দিয়ে হয় পরীক্ষায় পাশ
সেই খেয়ে ভোগে সাধারণ মানুষ
ডাক্তারের মুখে চওড়া হাসি হলে
বলুন এর বিচার করবে কে?


চাকরি নেই ছাত্রেরা শুধু লেটার নিয়ে বসে
এম. এ. করে কেউ নালী করে সাফ
বছর বছর ধরে সরকারি চাকরি পাবে বলে
পাশের আশায় কাঁচা দাড়ি সাদা হয়ে যায়
চাকরিতে শুধু দরদাম চলে
বলুন এর বিচার করবে কে?


যুব সমাজ শুধু ফেসবুক নিয়ে ব্যাস্ত
বিদেশী কোম্পানিগুলো মুনাফা লুটে যায় চলে
নিয়ন্ত্রণে সরকারের নেই মাথাব্যাথা
দেশের গোপন তথ্য বিদেশে গেলে চলে
বলুন এর বিচার করবে কে?


সাধারণ মানুষ চায় পেটভরা অন্ন
একটা নিরাপদ শান্ত খুশির নীড়
ন্যায় বিচারটা যদি ন্যায় দিয়ে হতো
দেশের প্রত্যেকটা মানুষ রোজ অন্ন পেতো
টাকার বিচারে নয় মনুষ্যত্ব দিয়ে মানুষ বিচার হতো
তবে দেশের আচ্ছে দিন সত্যি আসতো বলেl