আমার কাছে তুই, মিষ্টি-মধুর জুঁই
তোকে সাথে পাওয়া যেন উত্তুরে হাওয়া
উড়োন চন্ডী মন তুফান উড়ায় যেমন
তবু লাগে ভালো তোর কথাগুলো
হোক তাড়া ছন্নছাড়া-মন যে দেয় সাড়া l
তোর হটাৎ রাগ আমি হৈ অবাক !
বন্ধ ঘরে চাওয়া, একটু বেহিসাবী হওয়া
তোর পরশ  পেলে চোখ ভাসে খুশির জলে l
মন চায় না সায় দিতে
সংকীর্ণ সমাজের বাদ্ধতাতে  
চল না চল যাই কোথাও, ওই দিগন্ত পেরিয়ে
সুদূরে কোনো ঘেসো ফুলের বিস্তীর্ণ প্রান্তরে l
কিংবা সেই গভীরে যেখানে
বৃষ্টির ফোটায় নুপুর ঝরে l
যদি কেউ ভুল বোঝে
আমরা খুশি অবাদ্ধ হতে
সবাই যখন ফেরায় মুখ তুই থাকিস পাশে  
জীবনের যান্ত্রিকতা কিংবা ঘুনে ধরা সমাজই হোক l  
আমরা সবসময় থাকবো
সাদা পাতায় রামধনু আঁকবো l
অতল অন্ধকারে জেগে থাকা এক আলোকবিন্দু
এই পরিচয় আমি আর তুই এক অভিন্ন বন্ধু l


                                      "দ"