মানুষ আজ কেন হলে তুমি বন্য
নিজ স্ত্রী ভালোবাসা ভুললে পরকীয়ার জন্য  
ভলোবাসা এক নাম না জানা স্বর্গের ফুল
সেই ফুল পদলেহনে তুমি করছো যে  ভুল


নারী নয় ভক্ষণের জন্য
মা বোন ভালোবাসারও রূপ
তাঁদের ওপরে লোলুপ দৃষ্টি
মনুষত্বের  বোধ হয়না কি ক্ষুন্ন?


ইন্ডিয়া আজও ভারতবর্ষ
ভরত রাজার নাম
নানা মুনী জ্ঞানী গুনীর জন্ম এই ধাম
পুঁথি পড়লে জানা যাবে  নারীদের সম্মান
বেদবেদান্ত ঘাটলে পাবে তাঁদেরই জয়গান


মানুষ হয়েছে এখন ভয়ঙ্কর এক দানব
পিশাচ রূপে  করছে তারা নারীদের ভক্ষণ


তবু আজও সব মানুষ সমান হয়নি তাই
এই দানবের নিধন যজ্ঞ তারাই করবে ভাই
এই মানুষেরই  মধ্যে কৃষ্ণ করেন বাস
রাম রহিম যীশু সবারই বাস এই স্থানে
অন্তরে  জাগুক তাঁদের করুনার প্রভা
এই দানবের নিধন যজ্ঞ শুরু হোক এখনেl