যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছ একা
লালে লাল স্বপ্নের মতন তুমি  কৃষ্ণচূড়া
ছোট থেকে একসাথে হলাম বড় তুমি-আমি ও সখারা....
ছিল পিঁপড়ে কাঠবিড়ালি কত পাখি ও মৌমাছিও
সবাই খেলতাম তোমার ফুলে তোমার শাখায়..


কত গল্প, খুনসুটি করেছি তোমার কোলে
তোমার ছায়ায় অকপটে নির্ধিধায়....
ঝিড়ঝিড়ে পাতার মতন সেসব স্মৄতিরা
আজও অমলিন বুকের কোনায়....


  ধুলোয় এখন রূগ্ন তোমার শাখা
আতংকে তোমার ভালে বাসাবাঁধা ওরা ও তুমি
চারিদিকে শত শত কংক্রীটের বাক্সরা
গ্রাস করেছে কত তোমার মতন ওদের বাসা।
এ বাড়ির মাথারাও যেদিন.....
বাকী লোভীদের মতন কেড়েনেবে একদিন
তুচ্ছ অপ্রয়োজনীয় তখন তাদের কাছে
আমার মতন তুমিও হবে বাজে।