ঠান্ডা চাই ঠান্ডা


বাড়ছে গরম চাই যে এবার পানীয় ঠান্ডা
রঙিন বোতল রঙিন তরল বাড়বেই তাদের ধান্দা
পনেরো টাকার রঙিন ঠান্ডা দামে কি আদেও সস্তা?
পান করলেই ভাবেন স্মার্ট লোকদেখানো আস্থা l


বিজ্ঞাপনের তারকা


বিদেশী তরল হোকনা গরল বিদেশী মানেই ভালো!
ভাবি তাই বোকা বানিয়ে কেমন লুটছে ওরা বলো
ওরা যে কেনেন কোটি টাকায় দেশের বড় তারা
টিভির পর্দায়  ঢক ঢকিয়ে ওই ঠান্ডাই গেলেন ওরা l


তারকাদের প্রভাব


ওপাড়ার কাশেম ভাই তাই ঠান্ডা গেলেন নিয়ম করে
এখন তার পেটের ভেতর মোচড়ায় জোরে জোরে
রাজীব দা তাই বলেন এসব খাস কেনরে বোকা
বিদেশিদের রঙিন তরল আসলেতা সব ধোঁকা l

বিষাক্ত উপকরণ


কার্বন ডাই অক্সইড আছে ওতে চাপে চুপে ভরা !
আছে ফসফরিক অ্যাসিড তাও ছাড়েনি  ওরা !
আরো আছে সোডিয়াম গ্লুকোনেট তাই খুব মজা !
পটাসিয়াম সর্বেট আছে বলে মন নাকি থাকে তাজা!


স্মার্ট জনতা


ঠান্ডার বলে মারছে ডান্ডা পকেট মানি যাচ্ছে জলে
ঢক ঢকিয়ে গিলছি গরল বোধবুদ্ধি নাই বা হলে
স্মার্ট বিদেশী বেচছে বিষ দেশের মাটিতে বসে
স্মার্ট ভাবে ঠকিয়ে জনতার পকেট দিচ্ছে  ধসে l


বিদেশী ঠগবাজ


গোলাম ছিলেম হয়তো সেটাই রক্তে এখনো আছে
অন্ধভাবে করি বিশ্বাস বিদেশী কোম্পানিদের কাছে
তাই লুটে পুটে নিচ্ছে ওরা একশো গুনে সব বেচে
দেশের মানুষকে দিতে ধোঁকা নেই একটুও পিছে l


দেশি ঠান্ডা  


আম পোড়া, লেবুর শরবত ভুলতে বসেছে  সব
গাভী মাতার দুগ্ধ জাত লস্যি আর শরবত
ভারত মায়ের দেহ আজও সবুজে সবুজে ঢাকা
উপকরণ আছে যে অনেক  সযত্নে এখোনো রাখা l


উপসংহার


বিদেশিদের পোতা বীজ এখন এই বিষ বৃক্ষ
চোখ খোলার এসেছে সময় চাইনে কারো সাক্ষ l