যখন আকাশ কুসুম কল্পনাগুলো একটি একটি করে…
বাস্তবের সাথে মিশে, প্রতিদিন সন্ধি করে অবাস্তবের সাথে।
খসে পরে উল্কাপিন্ড কল্পনার আকাশে ছেদ করে মনের বাতাসে,
নক্ষত্র লোকে রাতের তারা স্বপ্ন দেখায় বেঁচে থাকার….
হাড়কাপানো শীতের কুয়াশায় স্বপ্নগুলো আরও অনেক দূরে চলে যায়।
ঠুনকো হাওয়ায় ঝরা পাতার ইচ্ছে ভরসা বার বার ফিরে আসে ক্ষীণ আশায়,
মনের প্রাঙ্গণে দূর্বাদলের আশীর্বাদে কেশবিন্যাসে আদর ছড়ায়।
ভোরের ম্লান সূর্য্য হাত বাড়িয়ে আগলে রাখে সারাটি দিন…
মনে আনন্দের জোয়ার হৃদয়ে আশা এই বুঝি আর নয়।
পরক্ষণেই মমতার মন ভাবতে বসে অলক্ষুণে সব অবাস্তব কথা..
পশ্চিমাকাশের কোলে সূর্য্য ঢলে পড়লেই ভয়..
যদিবা সন্ধ্যা হয়।
এক নিমেষে তুমুল ঝরে ক্রন্দনে অবিরত মন,
দুরু দুরু করে মন, কি জানি কি হয়, এই বুঝি সর্বনাশ হবে এখন।
রাতের আকাশে অমাবস্যার অন্ধকার তারাদের করে গ্রাস,
একটুকু সাহায্যের হাতের জন্যে খুঁজে বেড়ায় অবিচল হৃদয়,
অন্ধকারে ভয়ের প্লাবনে ধাবিত হয় শিহরিত শিরায় রক্তকণিকা,
অভিমানী মনের পাপড়ি মেঘবাদলের অন্ধকারে মিশে….
অচেনা আস্তাকুড়ে কিংবা কোন এক অচিন জায়গায়।