অঙ্কুরিত স্মৃতির কাননে যে লতা জন্মে,
শিকড় আঁকড়ে থাকে অকৃত্রিম ভালোবাসায়।
মন কেমনের প্রাচীরে শ্যাওলায় জমে,
কিছু অভিজ্ঞতা চেয়ে রয় খোলা জানালায়।


ছুঁয়ে যায় স্যাঁতস্যাঁতে দেওয়ালের ক্যালেন্ডারে,
তারিখের পর তারিখ সময়ের ঘন্টা বাজায়।
নগ্ন আবেগের চুম্বন পরে রয় ইতিহাসে,
স্মৃতির অবগুন্ঠনে তখনও চোখের পাতায়।


বিনিদ্র রজনীতে জানালার ফাঁকে জ্যোৎস্না,
রহস্যময়ী আলোকে মায়ার বাঁধনে বাঁধে।
বলে, যাস্‌ না, তুই স্মৃতির বাঁধন ছেড়ে,
মাকড়সার জালে ঘিরে থাকা মন অঝোরে কাঁদে।


পিচ্ছিল ঘোলাটে কর্দমাতে প্রেম অসহায়,
মনের দ্বন্দে চুরাবালিতে প্রেম ঝুলে।
অপ্রেম মন এক হবার নয় সন্দেহের ছায়াতলে,
পিচ্ছিল পাঁকে পা দিয়ে মন বেদনায় দোলে।