কে বলেছে আমায় ভালোবাসতে?
কালো রাতে আমাকেও বুঝি অপ্সরা লাগে?
দিনের আলোতে যাদের তোমরা ঘৃণা করো..
রাতের বেলায় তাদের তোমরা জ্যোৎস্না ডাকো।


চাঁদের আলোর স্নিগ্ধতা জুড়ায় যাদের প্রাণ,
তাদের কাছেই শুনতে পাবে জ্যোৎস্না ভীষণ ম্লান।
লেমের বাতি অধিক দামী হারিয়ে গেলে কিছু,
হাতে প্রদীপ নিয়ে সবাই খুঁজতে থাকো শুধু।


যতই তোমরা বড়াই করো সভ্য মানুষ বলে,
দেহের জ্বালায় তোমরা আজ পরকীয়া হলে।
দিনের বেলায় মুখোশ পরে ভদ্র মানুষ সাজো,
আমরা দেখি আসল রুপ কেউ দেখেনি আজও।


চাঁদের গায়ের কলঙ্ক আছে তোমরা সবাই জানো,
তবুও কেনো তোমরা ওকে খুবই ভালোবাসো।
কলঙ্কিতা বলে তোমরা সবাই অবহেলা করো,
কলঙ্ক নিয়েও পুরুষ তোমরা নতুন সমাজ গড়ো।  


বুঝবে কেমনে ঝড়ের তান্ডব জীবনের প্রাক্‌কালে?
নিষ্প্রদীপ কোঠায় থাকতে দিয়ে পুরুষ যায় চলে…
নারী !তাই কলঙ্কিতা…..পুরুষ কি ধোয়া তুলসী পাতা?
নারী পুরুষে কেনো বিভিন্নতা…
কেনো নারী হবে সর্বকালের উপেক্ষিতা?