মুখ বিকৃত পঙ্গু শিক্ষায় অন্তর আজ মর্মাহত,
শিক্ষায় মম মাথা নত কুষ্ঠ রোগে শিক্ষা ব্যথিত।
প্রকৃত শিক্ষা আছে যত ব্যভিচারে আজ সমর্পিত,
শিক্ষাগুরু হয়েছে দালাল শিক্ষার নামে কলঙ্কিত।


কেনাবেচার বাজারে শিক্ষা আজ ব্যবসায়ীর পণ্য,
কত স্কুল আছে বাজারে যেখানে সাধারন ছাত্র নগন্য।
আধুনিকতার মখমলে ওয়ালের স্কুলে বিভিন্ন ইভেন্ট,
মুনাফার গায়ে রামাবলি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট।


স্কুলে টাইম পাস সিলেবাস্ বিদ্যা মিলে প্রাইভেট টিউশনে,
কোচিং সেন্টার অহরহ পাশের বিদ্যা মিলবে যেখানে।
নাম কা ওয়াস্তে স্কুল যানা সার্টিফিকেটের কারখানা,
বুদ্ধিরও চলে কেনাবেচা ট্রিক্সের সাথে মার্ক্স নেওয়া।


সর্বশিক্ষায় উন্নত শিক্ষা সবাই পাচ্ছে প্রকৃত শিক্ষা “হেল্‌”,
শুভবুদ্ধির পরিচয়ে শিক্ষা ব্যবস্থায় কেউ করে না ফেল্‌।
সেমিস্টারে ছমাসের পড়া স্মরণে মগজের চাপ অবিহনে,
স্মৃতিচারণে অব্যর্থ ক্যালকুলেটর নিত্যসঙ্গী অব্যর্থ জ্ঞানে।


শিক্ষা দক্ষতায় ছাত্র কর্মদক্ষতার খেলায় কম্পিউটার…
স্মৃতিশক্তির নেই প্রয়োজন হার্ডডিস্কে লোডেড সফটওয়্যার।
মানসিকতায় রক্তচাপের জবানবন্দী মেকানাইজেশন,
শিক্ষা জাগুক অন্তরে,নাহলে মুছে যাবে সিভিলাইজেশন।